২০ কাদম্বরী । উপস্থিত হইয়া দেখিলেন মহিষী বামকরতলে কপোলদেশ সংস্থাপিত করিয়া বিষন্নবদনে রোদন করিতেছেন ; অঙ্গের ভূষণ অঙ্গ হইতে উন্মোচন করিয়া ফেলিয়া দিয়াছেন ; অঙ্গরাগ বা অঙ্গসংস্কার কিছুমাত্র নাই। সখীগণ নিঃশব্দে ও দুঃখিতচিত্তে পার্শ্বে বসিয়া আছে। অন্ত:পুত্রবৃদ্ধারা অনতিদূরে উপবিষ্ট হইয়া প্রবোধবাক্যে আশ্বাস প্রদান করিতেছে। রাজা গৃহের মধ্যে প্রবেশ করিলে মহিষী আসন হইতে উঠিয়া সম্ভাষণ করিলেন। রাজাকে দেখিয়া তাহার দুঃখ দ্বিগুণতর হইল ও দুই চক্ষু দিয়া অশ্রুধারা পড়িতে লাগিল। মহিষীর আকস্মিক শোক ও রোদনের কারণ কিছু বুঝিতে না পারিয়া নরপতি মনে মনে কত ভাবনা, কত শঙ্কা ও কল্পনা করিতে লাগিলেন। পরে আসনে উপবিষ্ট হইয়া বসন দ্বারা চক্ষুর জল মুচিয়া দিয়া মধুরবাক্যে জিজ্ঞাসা করিলেন প্রিয়ে ! কি নিমিত্ত বামকরে বামগণ্ড সংস্থাপন করিয়া বিষ্ণবদনে ও দীননয়নে রোদন করিতেছ? তোমার দুঃখের কারণ কিছু জানিতে না পারিয়া আমার অন্তঃকরণ অতিশয় ব্যাকুল ও বিষন্ন হইতেছে। আমি কি কোন অপরাধ করিয়াছি ? অথবা অন্য কেহ প্ৰজলিত অনলশিখায় হস্তক্ষেপ করিয়া থাকিবেক। যাহা হউক, শোকের কারণ বর্ণন করিয়া আমার উদ্বেগ ও উৎকণ্ঠ দূর কর। ২ রাজা এত অনুনয় করিলেন, বিলাসবতী কিছুই উত্তর দিলেন না । বরং আরও শোকাকুল হইয়া রোদন করিতে লাগিলেন। রাস্ত্রীর তালিকরষ্কবাহিনী বন্ধাঞ্জলি হইয়া নিবেদন করিল মহারাজ ! আপনি কোন অপরাধ করেন নাই এবং রাজমহিষীর নিকটে অন্তে অপরাধ করিবে এ কথাও অসম্ভব। মহিষী যে নিমিত্ত্ব রোদন করিতেছেন তাহা শ্রবণ করুন। সন্তানের মুখাবলোকন রূপ মুখলাভে বঞ্চিত
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।