ఫిషి কাদম্বরী । সিদ্ধির সম্ভাবনা নাই। অতএব দৈব কৰ্ম্মে অত্যন্ত অনুরক্ত হও । মনোযোগপূৰ্ব্বক গুরুভক্তি, দেবপূজা ও মহর্ষিদিগের পরিচর্য্য কর। অবিচলিত ও অকৃত্রিম ভক্তিপূর্বক ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান কর। পুরাণে শুনিয়াছি মগধ দেশের রাজা বৃহদ্ৰথ সন্তানলাভের আশয়ে চণ্ডকৌশিকের আরাধনা করেন এবং তাহার বরপ্রভাবে জরাসন্ধনামে প্রবল পরাক্রান্ত এক পুত্র প্রাপ্ত হন। রাজা দশরথ মহর্ষি ঋষ্যশৃঙ্গকে প্রসন্ন করিয়া রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন নামে মহাবল পরাক্রান্ত চারি পুত্র লাভ করেন। ঋষিগণের আরাধনা কখন বিফল হয় না ; অবশ্যই তাহার ফল দশে, সন্দেহ নাই। দৃঢ়ব্রত ও একান্ত অনুরক্ত হইয়া ভক্তি সহকারে দেব ও দেবর্ষিদিগের অর্চনা কর তাহাতেই মনোরথ সফল হইবেক। হায় ! কত দিনে সেই শুভ দিনের উদয় হইবে, যে দিনে স্নেহময় ও প্রতিময় সন্তানের সুধাময় মুখচন্দ্র অবলোকন করিয়া জীবন ও নয়ন চরিতার্থ করিব । পরিজনের আনন্দে পূৰ্ণপাত্র গ্রহণ করিবে । নগর উৎসবমর হইয়া নৃত্য গীত বাদ্যের কোলাহলে পরিপূর্ণ হইবে । শশিকল। উদিত হইলে গগনমণ্ডলের যেরূপ শোভা হয়, কত দিনে দেবী পুত্র ক্রোড়ে করিয়া সেইরূপ শোভিত হইবেন । নিরপত্যতা এক্ষণে অতিশয় ক্লেশ দিতেছে। সংসার অরণ্য ও জগৎ भूत्र দেখিতেছি। রাজ্য ও ঐশ্বৰ্য্য নিফল বোধ হইতেছে। কিন্তু অপ্রতিবিধেয় বিষয়ে শোক ও দুঃখ করা বৃথা বলিয়াই ধৈর্য্যাবলম্বনপূর্বক যথাকথঞ্চিৎ সংসারযাত্র নির্বাহ করিতেছি। এইরূপ নানপ্রবোধবাক্যে আশ্বাস দিয়া স্বহস্তে মহিষীর নেত্রজল মোচন করিয়া দিলেন। অনেক ক্ষণ অন্তঃপুরে থাকিয়া পরে বহির্গত হইলেন । ৪
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।