পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ চন্দ্রাপীড়ের দিগ্বিজয়-যাত্র কিছু দিনের পর যুবরাজ দিগ্বিজয়ের নিমিত্ত যাত্রা করিলেন। ঘনঘটার ঘোর ঘর্ঘর ঘোষের ন্যায় দুন্দুভি ধ্বনি হইল। সৈন্যগণের কলরবে চতুৰ্দ্ধিক ব্যাপ্ত হইল। রাজকুমার স্বর্ণালঙ্কারে ভূষিত করেণুকায় আরোহণ করিলেন। পত্ৰলেখাও ঐ হস্তিনীর উপর উঠিয়া বসিল। বৈশম্পায়ন আর এক করিণীপৃষ্ঠে আরোহণ করিয়া রাজকুমারের পার্শ্ববৰ্ত্তী হইলেন। ক্ষণকালের মধ্যে মহীতল তুরঙ্গময়, দিষ্মণ্ডল মাতঙ্গময়, অন্তরীক্ষ আতপুত্রময়, সমীরণ মদগন্ধময়, পথ সৈন্যময় ও নগর জয়শব্দময় হইল। সেনাগণ সুসজ্জিত হইয়া বহির্গত হইলে তাহাদিগের পাদবিক্ষেপে মেদিনী কঁাপিতে লাগিল । শাণিত অস্ত্রশস্ত্রে দিনকরের করপ্রভা প্রতিবিস্থিত হওয়াতে বোধ হইল যেন, শিখিকুল গগনমণ্ডলে শিখাকলাপ বিস্তীর্ণ করিয়া রহিয়াছে, সৌদামিনী প্রকাশ পাইতেছে, ইন্দ্ৰধনু উদিত হইয়াছে। করদিগের বৃহিত, অশ্বদিগের চেষারব, ছন্ভির ভীষণ শক ও সৈন্যদিগের কলরবে বোধ হইল যেন, প্ৰলয়কাল উপস্থিত। ধূলি উখিত হইয়া গগনমণ্ডল অন্ধকারাবৃত করিল। আকাশ ও ভূমির কিছুই বিশেষ রহিল না। বোধ হইল যেন, সৈন্যভার সঙ্ক করিতে না পারিয়া ধরা উপরে