পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b〜 কাদম্বরী। অশ্ব চালনা করিলেন । অশ্ব বায়ুবেগে ধাবিত হইল। কিন্নরমিথুনও মানুষ দর্শনে ভীত হইয়া দ্রুতবেগে পলায়ন করিতে লাগিল। শীঘ্ৰ গমনে কেহই অপারক নহে। ঘোটক এরূপ দ্রুতবেগে দৌড়িল যে, কিন্নরমিখুন এই ধরিলাম বলিয়া রাজকুমারের ক্ষণে ক্ষণে বোধ হইতে লাগিল। এ দিকে কিন্নরমিথুনও প্রাণপণে দৌড়িয়া গিয়া এক পৰ্ব্বতের উপরি আরোহণ করিল। ঘোটক তথায় উঠতে পারিল না। রাজকুমার পর্বতের উপত্যক হইতে উৰ্দ্ধ দৃষ্টে দেখিতে লাগিলেন। উহারা পৰ্ব্বতের শৃঙ্গে আরোহণপূর্বক ক্রমে ক্রমে দৃষ্টিপথের অগোচর হইল। ৪ কিন্নরমিখুন গ্রহণে হতাশ হইয়া মনে মনে কহিলেন কি দুষ্কৰ্ম্ম, করিয়াছি। কিন্নরমিখুন কিরূপে ধরিব, ধরিয়াই বা কি হইবে, এক বারও বিবেচনা হয় নাই। বোধ হয় সেনানিবেশ হইতে অধিক দূর আসিয়াছি। এক্ষণে কি করি, কিরূপে পুনৰ্ব্বার তথায় যাই । এ দিকে কখন আলি নাই, কোন পথ দিয়া যাইতে হয়, কিছুই জানি না। এই নির্জন গহনে মানবের সমাগম নাই। কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া যে পথের নিদর্শন পাইব তাহারও উপায় নাই। শুনিয়াছি সুবর্ণপুরের উত্তরে নিবিড় বন, বন পার হইলেই কৈলাসপৰ্ব্বত। কিন্নরমিথুন যে পৰ্ব্বতে আরোহণ করিল বোধ হয়, উহা কৈলাসপৰ্ব্বত। দক্ষিণ দিকে ক্রমাগত প্রতিগমন করিলে স্কন্ধাবারে পহুছিবার সম্ভাবনা। অদৃষ্টে কত কষ্ট আছে বলিতে পারি না। আপনি কুকৰ্ম্ম করিয়াছি কাহার দোষ দিব, কেই বা ইহায় ফল ভোগ করিবে, যেরূপে হউক যাইতেই হইবেক । এই স্থির করিয়া ঘোটককে দক্ষিণ দিকে ফিরাইলেন। তখন বেলা