●● কাদম্বরী : নেত্রগোচর করিলেন। সরোবরের জল অতি নিৰ্ম্মল । জলে কমল, কুমুদ, কহলার প্রভৃতি নানাবিধ কুসুম বিকসিত হইয়াছে। মধুকর গুন গুন ধ্বনি করিয়া এক পুষ্প হইতে অন্ত পুষ্পে বসিয়া মধু পান করিতেছে। কলহংস সকল কলরব করিয়া কেলি করিতেছে। কুসুমের মুরভিরেণু হরণ করিয়া শীতল সমীরণ নানাদিকে সুগন্ধ বিস্তার করিতেছে। সরোবরের শোভা দেখিয়া মনে মনে চিন্তা করিলেন কিন্নরমিথুনের অনুসরণ নিষ্ফল হইলেও এই মনোহর সরোবর দেখিয়া আমার নেত্রযুগল সফল ও চিত্ত প্রসন্ন হইল। এতাদৃশ রমণীয় বস্তু কখন দেখি নাই, দেখিব না। বোধ হয়, ভগবান ভবানীপতি এই সরোবরের শোভায় বিমোহিত হইয়া কৈলাসনিবাস পরিত্যাগ করিতে পারেন না । অনন্তর সরোবরের দক্ষিণ তীরে উপস্থিত হইয়া অশ্ব হইতে অবতীর্ণ হইলেন। পৃষ্ঠ হইতে পৰ্য্যাণ অপনীত হইলে ইন্দ্রায়ুধ এক বার ক্ষিতিতলে বিলুষ্ঠিত হইল। পরে ইচ্ছাক্রমে স্বান ও জল পান করিয়া তীরে উঠিলে রাজকুমার উহার পশ্চাদ্ভাগের পদদ্বয় পাশ দ্বারা আবদ্ধ করিয়া দিলেন। সে তীরগ্ররূঢ় নবীন দূৰ্ব্বা ভক্ষণ করিতে লাগিল। রাজকুমারও সরোবরে অবগাহনপূর্বক মৃণাল ভক্ষণ ও জল পান করিয়া তীরে উঠিলেন। এক লতামগুপমধ্যবর্তী শিলাতলে নলিনীপত্রের শয্যা ও উত্তরীয় বস্ত্রের উপাধান প্রস্তুত করিয়া শয়ন করিলেন। ৬ to ক্ষণকাল বিশ্রামের শর সরসীর উত্তর তীরে বীণাতন্ত্রীঝঙ্কারমিশ্রিত সঙ্গীত শুনিলেন। ইঙ্গায়ুধ শৰ শুনিব মাত্র কবল পরিত্যাগপূর্বক সেই দিকে কৰ্ণ পাত করিল। এই জনশূন্ত
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।