এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল অামার এ গান যেন পশি তোর কানে মিলায়ে মিশায়ে যায় সমস্ত পরাণে । তপ্ত শোণিতের মত বহে শিরে অবিরত, আনন্দে নাচিয়া উঠে মহত্ত্বের গানে । এ গান বাচিয়া থাকে যেন তোর মাঝে, আঁখিতারা হয়ে তোর আঁখিতে বিরাজে । এ যেন রে করে দান সতত নূতন প্রাণ, এ যেন জীবন পায় জীবনের কাজে । যদি যাই, মৃত্যু যদি নিয়ে যায় ডাকি, এই গানে রেখে যাব মোর স্নেহ-আঁখি । যবে হায় সব গান হয়ে যাবে অবসান, এ গানের মাঝে আমি যেন বেঁচে থাকি । Ե-Ե