এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
খেলা পথের ধারে অশথ-তলে মেয়েটি খেলা করে ; আপন মনে আপনি আছে সারাটি দিন ধরে” । উপর পানে আকাশ শুধু, সমুখ পানে মাঠ, শরৎকালে রোদ পড়েছে মধুর পথ ঘাট । দুটি একটি পথিক চলে গল্প করে হাসে । লজ্জাবতী বধুটি গেল ছায়াটি নিয়ে পাশে । আকাশ-ঘেরা মাঠের ধারে বিশাল খেলা-ঘরে একটি মেয়ে আপন মনে কতই খেলা করে । মাথার পরে ছায়া পড়েছে রোদ পড়েছে কোলে, ԵՏ