পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুকের মধ্যে রেখে দেবে আঁচল দিয়ে ঢেকে । “আয় আয়’ ডাকে সে তাই, করুণ স্বরে কয় “আমি কিছু বলব না ত আমায় কেন ভয় ।” মাথা তুলে চেয়ে থাকে উঁচু ডালের পানে, কাঠ-বিড়ালী ছুটে পালায় ব্যথা সে পায় প্রাণে । রাখাল ছেলের বাশি বাজে স্থদুর তরু-ছায়, খেলতে খেলতে মেয়েটি তাই খেলা ভুলে যায়। তরুর মূলে মাথা রেখে চেয়ে থাকে পথে, না জানি কোন পরীর দেশে ধায় সে মনোরথে । একলা কোথায় ঘুরে বেড়ায় মায়া-দ্বীপে গিয়ে ;— Ꮌ > খেলা