এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল মা দেখিল চেয়ে, কহিল হাসিয়ে—“কিবা জিনিষের ছিরি ” ভূমিতে ফেলিয়া গেল মা চলিয়া চেয়ে দেখিল না ফিরি’ । মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি । শূন্য হ’তে যেন পাখীর পালক ভূতলে পড়িল খসি । খেলাধুলো তার হলোনাকে আর, হাসি মিলাইল মুখে, ধীরে ধীরে শেষে দুটি ফোটা জল দেখা দিল দুটি চোখে । পালকটি লয়ে রাখিল লুকায়ে গোপনের ধন তা’র, আপনি খেলিত আপনি তুলিত দেখাত না কারে আর । సి8