এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আশীৰ্ব্বাদ ইহাদের কর আশীর্ববাদ । ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সম্বাদ, ইহাদের কর আশীৰ্ব্বাদ । ছোট ছোট হাসিমুখ জানে না ধরার দুখ হেসে আসে তোমাদের দ্বারে । নবীন নয়ন তুলি’ কৌতুকেতে তুলি দুলি’ চেয়ে চেয়ে দেখে চারি ধারে । সোনার রবির আলে৷ কত তা’র লাগে ভালো, ভালো লাগে মায়ের বদন । হেথায় এসেছে ভুলি’, ধূলিরে জানে না ধূলি, সবই তার আপনার ধন । কোলে তুলে লও এরে, এ যেন কেঁদে না ফেরে, হরষেতে না ঘটে বিষাদ, বুকের মাঝারে নিয়ে পরিপূর্ণ প্রাণ দিয়ে ইহাদের কর আশীর্ববাদ । Ꮌ ☾