পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল তোমার কোলের কাছে কত সাধে আসিয়াছে, তোমা-পরে কত না বিশ্বাস । ওই কোল হ’তে খসে? এ যেন গো পথে বসে’ একদিন না ফেলে নিশ্বাস । নতুন প্রবাসে এসে সহস্ৰ পথের দেশে নীরবে চাহিছে চারিভিতে, এত শত লোক আছে এসেছে তোমারি কাছে সংসারের পথ শুধাইতে । যেথা তুমি, লয়ে যাবে কথাটি না কয়ে যাবে, সাথে যাবে ছায়ার মতন, তাই বলি—দেখো দেখো এ বিশ্বাস রেখে রেখো, পাথারে দিও না বিসর্জন । ক্ষুদ্র এ মাথার পর রাখিয়ে করুণ-কর, ইহারে কোরো না অবহেলা । এ ঘোর সংসার মাঝে এসেছে কঠিন কাজে, আসেনি করিতে শুধু খেলা । দেখে মুখ-শতদল চোখে মোর আসে জল, মনে হয় বঁচিবে না বুঝি, পাছে, সুকুমার প্রাণ ছিড়ে হয় খান খান জীবনের পারাবারে যুঝি’। ᎼᏬ