এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বসন্ত অবসান কখন বসন্ত গেল, এবার হ’ল না গান । কখন বকুল-মূল ছেয়েছিল ঝরা ফুল, কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান। কখন বসন্ত গেল এবার হ’ল না গান । এবার বসন্তে কি রে যুঁথিগুলি জাগেনিরে ? অলিকুল গুঞ্জরিয়া করেনি কি মধুপান ? এবার কি সমারণ জাগায়নি ফুলবন, সাড়া দিয়ে গেল না ত, চলে’ গেল ম্রিয়মাণ । কখন বসন্ত গেল, এবার হ’ল না গান । যতগুলি পার্থী ছিল গেয়ে বুঝি চলে গেল, সমীরণে মিলে গেল বনের বিলাপ তান । ভেঙেছে ফুলের মেলা, চলে গেছে হাসি খেলা, এতক্ষণে সন্ধ্যে-বেলা জাগিয়া চাহিল প্রাণ কখন বসন্ত গেল, এবার হ’ল না গান ! Ꮌbr