পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাশি বসন্তের শেষ রাতে এসেছিরে শূন্য হাতে, এবার গাথিনি মালা কি তোমারে করি দান । কাদিছে নীরব বাঁশি, অধরে মিলায় হাসি, তোমার নয়নে ভাসে ছল ছল অভিমান । এবার বসন্ত গেল, হ’ল না, হ’ল না গান । বাশি ওগো শোন কে বাজায় । বন-ফুলের মালার গন্ধ বাশির তানে মিশে যায়। অধর ছুয়ে বঁশিখানি চুরি করে হাসিখানি, বধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়। ওগো শোন কে বাজায় । কুঞ্জবনের ভ্রমর বুঝি বাশির মাঝে গুঞ্জরে, বকুলগুলি আকুল হ’য়ে বাঁশির গানে মুঞ্জরে । যমুনারি কলতান কানে আসে, কঁদে প্রাণ, আকাশে ঐ মধুর বিধু কাহার পানে হেসে চায়। ওগো শোন কে বাজায় । તે જ