এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মালাটি গাথিয়া পরেছি মাথায় নীলবাসে তনু ঢাকিয়া, বিজন-অালয়ে প্রদীপ জালায়ে একেলা রয়েছি জাগিয়া । তাই কত নিশি চাদ ওঠে হাসি, তাই কেঁদে যায় প্রভাতে । তাই ফুল-বনে মধু-সমীরণে ফুটে ফুল কত শোভাতে । বাশি স্বর তার আসে বারবার সেই শুধু কেন আসে না । হৃদয়-আসন শূন্ত যে থাকে কেঁদে মরে শুধু বাসনা । পরশিয়া কায় বায়ু বহে যায় বহে যমুনার লহরী, কুহু কুহু পিক কুহরিয়া ওঠে যামিনী যে ওঠে শিহরি । যদি নিশি-শেষে আসে হেসে হেসে, মোর হাসি আর র’বে কি ? জাগরণে ক্ষীণ বদন মলিন আমারে হেরিয়া ক’বে কি ? So X