এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল যদি এই না না ওগো ওগে। মনে নাহি রাখে হুখে যদি থাকে তোরা একবার দেখে আয়, নয়নের তৃষা পরাণের আশা চরণের তলে রেখে অায় । নিয়ে যা রাধার বিরহের ভার কত আর ঢেকে রাখি বল । পারিস যদি ত আনিস হরিয়ে এক ফোটা তা’র আঁখিজল । এত প্রেম সখি ভুলিতে যে পারে তা’রে তার কেহ সেধ’ না । কথা নাহি কব, দুখ লয়ে’ র’ব, মনে মনে স’ব বেদন । মিছে, মিছে সখি, মিছে এই প্রেম, মিছে পরাণের বাসনা । স্থখ দিন হায় ঘবে চলে যায় আর ফিরে আর আসে না ।