পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুল বিদায় করেছ যারে নয়নজলে, এখন ফিরাবে তা’রে কিসের ছলে ? আজি মধু সমীরণে, নিশীথে কুহুম-বনে, তা’রে কি পড়েছে মনে বকুল তলে ? এখন ফিরাবে তা’রে কিসের ছলে ? সেদিনে ত মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি, মুকুলিত দশদিশি কুসুম-দলে ; দুটি সোহাগের বাণী যদি হ’ত কানাকানি, যদি ওই মালাখনি পরাতে গলে এখন ফিরাবে তা’রে কিসের ছলে ? মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বারবার, সে জন ফেরে না আর যে গেছে চলে । ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল, চিরদিন তৃষাকুল পরাণ জ্বলে । এখন ফিরাবে তা’রে কিসের ছলে ?