এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছোট ফুল আমি শুধু মালা গাগি ছোট ছোট ফুলে, সে ফুল শুকায়ে যায় কথায় কথায়, তাই যদি, তাই হোক, দুঃখ নাহি তায়, তুলিব কুসুম আমি অনন্তের কূলে । যারা থাকে অন্ধকারে, পাষাণ-কারায়, আমার এ মালা যদি লহে গলে তুলে, নিমেষের তরে তা’রা যদি সুখ পায়, নিষ্ঠুর বন্ধন-ব্যথা যদি যায় ভুলে ! ক্ষুদ্র ফুল, আপনার সৌরভের সনে নিয়ে আসে স্বাধীনতা,—গভীর আশ্বাস— মনে আনে রবিকর নিমেষ-স্বপনে, মনে আনে সমুদ্রের উদার বাতাস । ক্ষুদ্র ফুল দেখে যদি কারো পড়ে মনে বৃহৎ জগৎ, আর বৃহৎ আকাশ । _ S >>