পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতোচ্ছাস নীরব বণশরিখানি বেজেছে আবার । প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার বসন্ত কাননমাঝে বসন্ত সমীরে । তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত । তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে পুরাতন হাসি গুলি ফুটে শত শত । তাই বুঝি হৃদয়ের বিস্মৃত বাসন৷ জাগিছে নবান হয়ে পল্লবের মত । জগৎ-কমল-বনে কমল-তাসন কতদিন পরে বুঝি তাই এল ফিরে । সে এল না এল তা’র মধুর মিলন, বসন্তের গান হয়ে’ এল তা’র স্বর, দৃষ্টি তা’র ফিরে এল—কোথা সে নয়ন ?

চুম্বন এসেছে তা’র—কোথা সে অধর ?