পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চুম্বন অধরের কোণে যেন তা ধরের ভাষা । দোহার হৃদয় যেন দোহে পান করে । গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর-সঙ্গমে । দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে ভাঙিয়া মিলিয়া যায় দুইটি তাধরে । ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পবে, দেহের সীমায় আসি’ দুজনের দেখা । প্রেম লিখিতেছে গান কোমল আখরে অধরেতে থরে থরে চুম্বনের লেখা । তুখানি অধর হ’তে কুসুম চয়ন, মালিকা গাথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে । দুটি অধরের এই মধুর মিলন দুইটি হাসির রাঙা বাসরশয়ন । > > -