পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাহ কাহারে জড়াতে চাহে ছটি বাহুলতা । কাহারে কাদিয়া বলে যে ও না যে ও না কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা, কে শুনেছে বাহুর নীরব আকুলত । কোথা হ’তে নিয়ে আসে হৃদয়ের কথা, গায়ে লিখে দিয়ে যায় পুলক-অক্ষরে । পরশে বতিয়া তানে মরম বারতা মোহ মেখে রেখে যায় প্রাণের ভিতরে | কণ্ঠ হ’তে উতারিয়া যৌবনের মালা দুইটি আঙুলে ধরি’ তুলি দেয় গলে । ছটি বাহু বহি’ তানে হৃদয়ের ডাল৷ রেখে দিয়ে যায় যেন চরণের তলে । লতায়ে থাকুক বুকে চির আলিঙ্গন, ছিড়ে না ছিড়ে না তুটি বাহুর বন্ধন ; > ఏ S