এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চরণ দুখানি চরণ পড়ে ধরণীর গায়, দুখানি অলস রাঙা কোমল চরণ । শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়, শতলক্ষ কুহুমের পরশ-স্বপন । শত বসন্তের যেন ফুটন্ত অশোক ঝরিয়া মিলিয়া গেছে দ্যটি রাঙা পায় প্রভাতের প্রদোষের দুটি সূর্যালোক অস্ত গেছে যেন দুটি চরণ ছায়ায় । যৌবনসঙ্গীত পথে যেতেছে ছড়ায়ে, নুপুর কাদিয়া মরে চরণ জড়ায়ে, ত্য সদা বাধা যেন মধুর মায়ায় । হোথা যে নিঠর মাটি, শুষ্ক ধরাতল,এস গো হৃদয়ে এস, ঝুরিছে হেথায় লাজ-রক্ত লালসার রাঙা শতদল ৷ >ミo