এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
স্মৃতি ওই দেহপানে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত পুর্বল জনমের স্মৃতি । সহস্ৰ হারানো সুখ আছে ও নয়নে, জন্ম জন্মান্তের যেন বসন্তের গীতি । যেন গো আমারি তুমি আত্ম-বিস্মরণ, অনন্ত কালের মোর স্খ হুঃখ শোক, কত নব জগতের কুসুমকানন, ত নব আকাশের চাদের আলোক ; কত দিবসের তুমি বিরহের ব্যথা, ত রজনীর তুমি প্রণয়ের লাজ, সেই হাসি সেই তা শ্রী সেই সব কথা মধুর মৃরতি ধরি দেখা দিল আজ । তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন জীবন শুদূরে যেন হতেছে বিলীন !