পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রান্তি স্থখশ্ৰমে আমি সখি শ্রান্ত অতিশয় ; পড়েছে শিথিল হয়ে শিরার বন্ধন । অসহ্য কোমল ঠেকে কুসুম-শয়ন, কুস্থম-রেণুর সাথে হয়ে যাই লয়। স্বপনের জালে যেন পড়েছি জড়ায়ে । যেন কোন অস্তাচলে সন্ধ্যা-স্বপ্নময় রবির ছবির মত যেতেছি গড়ায়ে ; সুদূরে মিলিয়া যায় নিখিল নিলয় । ডুবিতে ডুবিতে যেন স্তখের সাগরে কোথাও না পাই ঠাই, শ্বাসরুদ্ধ হয়, পরাণ কাদিতে থাকে মৃত্তিকার তরে । এ যে সৌরভের বেড়া পাষাণের নয় ; কেমনে ভাঙিতে হবে ভাবিয়া না পাই, অসীম নিদ্রার ভারে পড়ে’ আছি তাই ।