এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কেন ? কেন গো এমন স্বরে বাজে তবে বাশি, মধুর সুন্দর রূপে কেঁদে ওঠে হিয়া ? রাঙা অধরের কোণে হেরি মধু হাসি পুলকে যৌবন কেন উঠে বিকশিয়া ? কেন তনু বাহু-ডোরে ধরা দিতে চায়, ধায় প্রাণ দুটি কালো আঁখির উদ্দেশে, হায় যদি এত লজ্জা কথায় কথায়, হায় যদি এত শ্রান্তি নিমেষে নিমেষে । কেন কাছে ডাকে যদি মাঝে অন্তরাল, কেনরে কাদায় প্রাণ সবি যদি ছায়া, আজ হাতে তুলে নিয়ে ফেলে দিবে কাল এরি তরে এত তৃষ্ণা, এ কাহার মায়া ? মানব-হৃদয় নিয়ে এত অবহেলা, খেলা যদি, কেন হেন মৰ্ম্মভেদী খেলা ? >"8