এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পবিত্র প্রেম ছুয়ো না ছুয়ো না ও’রে দাড়াও সরিয়া । মান করিও না আর মলিন পরশে । ওই দেখ তিলে তিলে যেতেছে মরিয়া, বাসনা-নিশ্বাস তব গরল বরষে । জান না কি হৃদিমাঝে ফুটেছে যে ফুল, ধূলায় ফেলিলে তা’রে ফুটিবে না অার ? জান না কি সংসারের পাথার অকুল, জান না কি জীবনের পথ অন্ধকার ? আপনি উঠেছে ওই তব ধ্রুবতারা, আপনি ফুটেছে ফুল বিধির কৃপায় ; সাধ করে” কে আজিরে হবে পথহারা, সাধ করে এ কুসুম কে দলিবে পায় ? যে প্রদীপ আলো দেবে তাহে ফেল শ্বাস, যারে ভালবাস তা’রে করিছ বিনাশ ?