পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্তমান রবি আজ কি তপন তুমি যাবে অস্তাচলে না শুনে আমার মুখে একটি ও গান ? দাড়া ও গো, বিদায়ের দুটো কথা বলে’ আজিকার দিন আমি করি তাবসান । থাম ওই সমুদ্রের প্রান্ত-রেখা পরে, মুখে মোর রাখ তব একমাত্র তাঁখি । দিবসের শেষ পলে নিমেষের তরে তোমার আমার চোখে সায়হি আঁধার চোখের পাতার মত আহুক মুদিয়া, গভীর তিমির-স্নিগ্ধ শান্তির পাথার নিবায়ে ফেলুক আজি দুটি দীপ্ত হিয়া । শেষ গান সাঙ্গ করে’ থেমে গেছে পাখী, আমার এ গানখানি ছিল শুধু বাকি । >8b"