পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্তাচলের পরপারে ( সন্ধ্যা-স্তর্য্যের প্রতি ) আমার এ গান তুমি যা ও সাথে করে’ নুতন সাগরতীরে দিবসের পানে । সায়াঙ্গের কুল ত’তে যদি ঘুমঘোরে এ গান উষার কলে পশে করে। কানে ; সারার ত্রি নিশীথের সাগর বাকিয়া স্বপনের পরপারে যদি ভেসে যায় ; প্রভাতে পার্থীরা যাবে উঠিবে গাহিয়া আমার এ গান তা’রা যদি খুঁজে পায় ; গোধূলির তীরে বসে” কেঁদেছে যে জন ফেলেছে আকাশে চেয়ে অ শ্রমজল কত, তা’র আশ্র পড়িবে কি হইয়া নুতন নব প্রভাতের মাঝে শিশিরের মত ? সায়াহ্নের কুঁড়িগুলি আপন টুটিয়া প্রভাতে কি ফুল হয়ে উঠে না ফুটিয়া ?