পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবির অহঙ্কার গান গাহি বলে’ কেন অহঙ্কার করা ? শুধু গাহি বলে কেন কাদি না সরমে ? থাচার পাখার মত গান গেয়ে মরা, এই কি মা আদি অন্ত মানব জনমে ? সুখ নাই—সুখ নাই—শুধু মৰ্ম্মব্যথা— মরীচিক-পানে শুধু মরি পিপাসায়, কে দেখালে প্রলোভন, শূন্য অমরতী, প্রাণে মরে গানে কি রে বেচে থাক যায় ? কে আছ মলিন হেথা, কে তাছ দুর্বলল, মোরে তোমাদের মাঝে কর গো আহবান, বারেক একত্রে বসে ফেলি তা এ জল, দূর করি ষ্টান গদর, শূন্য অভিমান । তা’র পরে একসাথে এস কাজ করি, কেবলি বিলাপ গান দুরে পরিহরি । >○ 8