পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরাতন উঠিছে প্রভাতরবি, আঁকিছে সোনার ছবি, তুমি কেন ফেল তাহে ছায়া, বারেক যে চলে যায় তা’রে ত কেহ না চায় তবু তা’র কেন এত মায়া ? তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে, ধরার পানে চায়— নিশীথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুন ফিরে যায় ? কি দেখিতে আসিয়াছ, যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন ? স্মরণের চিহ্ন যত ছিল পড়ে দিন-কত ঝরে’-পড়া পাতার মতন ; আজি বসন্তের বায় একেকটি করে হায় উড়ায়ে ফেলিছে প্রতিদিন ; ধূলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি’ ক্ষণে ক্ষণে হতেছে মলিন । ঢাক তবে ঢাক মুখ নিয়ে যাও দুঃখ স্থখ চেয়ে না চেয়ে না ফিরে ফিরে, হেথায় আলয় নাহি ; অনন্তের পানে চাহি? আঁধারে মিলাও ধীরে ধীরে ।