এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আহবান গীত পৃথিবী জুড়িয়া বেজেছে বিষাণ, শুনিতে পেয়েছি ওই— সবাই এসেছে লইয়া নিশান, কইরে বাঙালা কই । হুগভীর স্বর র্কাদিয়া বেড়ায় বঙ্গ সাগরের তারে, “বাঙালীর ঘরে কে আছিস্ তায়” ডাকিতেছে ফিরে ফিরে । ঘরে ঘরে কেন হুয়ার ভেজানো, পথে কেন নাই লোক, সারা দেশ ব্যাপি মরেছে কে যেন, বেঁচে আছে শুধু শোক । গঙ্গা বহে শুধু আপনার মনে চেয়ে থাকে হিমগিরি, রবি শশী উঠে অনন্ত গগনে তাসে যায় ফিরি’ ফিরি’ । কত না সঙ্কট, কত না সন্তাপ মানবশিশুর তরে, কত না বিবাদ কত না বিলাপ মানবশিশুর ঘরে । > Q о