এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আহবান গীত কত ভায়ে ভায়ে নাহি যে বিশ্বাস, কেহ করে নাহি মানে, ঈমা নিশাচরা ফেলিছে নিশ্বাস হৃদয়ের মাঝখানে । হৃদয়ে লুকানো হৃদয়বেদন সংশয়-আঁধারে যুঝে, কে কাহারে আজি দিবে গো সাস্তুনা, কে দিবে আলয় খুজে । মিটাতে হইবে শোক তাপ ত্রাস, করিতে হইবে রণ, পৃথিবী হইতে উঠিছে উচ্ছস— শোন শোন সৈন্যগণ । পৃথিবী ডাকিছে আপন সন্তানে, বাতাস ছুটেছে তাই— গৃহ তেয়াগিয়া ভায়ের সন্ধানে চলিতেছে কত ভাই । বঙ্গের কুটীরে এসেছে বারতা, শুনেছে কি তাহা সবে ? জেগেছে কি কবি শুনাতে সে কথা জলদ-গম্ভীর রবে ? No X