পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয় কি কারো উঠেছে উথলি ? আঁখি খুলেছে কি কেহ ? ভেঙেছে কি কেহ সাধের পুতলি ? ছেড়েছে খেলার গেহ ? কেন কানাকানি, কেনরে সংশয় ? কেন মর ভয়ে লাজে ? খুলে ফেল দ্বার, ভেঙে ফেল ভয়, চল পৃথিবীর মাঝে । ধরা-প্রান্তভাগে ধূলিতে লুটায়ে, জড়িমা-জড়িত তলু. আপনার মাঝে আপনি গুটীয়ে ঘুমায় কীটের অণু । চারিদিকে তা’র আপন উল্লাসে জগৎ ধাইছে কাজে, চারিদিকে তার অনন্ত তাকাশে স্বরগ সঙ্গীত বাজে, চারিদিকে তার মানবমহিম; উঠিছে গগনপানে, খুজিছে মানব আপনার সামা, আসামের মাঝখানে । > Գ Հ