পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি কোমল শত লক্ষ কোটি মানবের ভাষা ফুটিবে আমার গানে । মানবের কাজে মানবের মাঝে আমরা পাইব ঠাই— বঙ্গের হুয়ারে তাই শৃঙ্গা বাজে— শুনিতে পেয়েছি ভাই । মুছে ফেল ধলা মুছ আশ্রমজল ফেল ভিখারীর চরি— পর” নব সাজ, ধর’ নব বল তোল’ তোল’ নত শির । তোমাদের কাছে তাজি তা সিয়াছে জগতের নিমন্ত্রণ—— த দীনহীন বেশ ফেলে যে ও পাছে— দ{সত্বের তমালভরণ । সভার মাঝারে দাড়াবে যখন হাসিয়। চাহিবে ধারে— পুরব রবির হিরণ কিরণ পড়িবে তোমার শিরে । বাধন টুটিয়া উঠিবে ফুটিয়া হৃদয়ের শতদল, জগৎ মাঝরে যাইবে লুটিয়া প্রভাতের পরিমল । >" と