এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নূতন ফুল এসে, পাতা এসে কেড়ে নেয় হেসে হেসে, অন্ধকারে করে পরিহাস । এরা সব কোথা ছিল, কেই বা সংবাদ দিল, গুহ-হারা আনন্দের দল বিশ্বে তিল শূন্য হ’লে অনাহুত আসে চলে’, বাস বেঁধে করে কোলাহল । আনে হাসি, আনে গান, আনেরে নুতন প্রাণ, সঙ্গে করে’ আনে রবিকর, অশোক শিশুর প্রায় এত হাসে এত গায় কাদিতে দেয় না অবসর । বিষাদ বিশাল কায় ফেলেছে আঁধার ছায়া তা’রে এরা করে না ত ভয়, চারিদিক হ’তে তারে ছোট ছোট হাসি মারে, অবশেষে করে পরাজয় । এই যে রে মরুস্থল, দাব-দগ্ধ ধরাতল, এইখানে ছিল পুরাতন, একদিন ছিল তা’র শু্যামল যৌবনভার, ছিল তা’র দক্ষিণ-পবন । যদিরে সে চলে গেল সঙ্গে যদি নিয়ে গেল গীত গান হাসি ফুল ফল, 어