এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী বাহিরে পাঠায় বিশ্ব কত গন্ধ গান দৃশ্য বিরহী সে ঘুরে ঘুরে ব্যথা-ভরা কত সুরে কাদে হৃদয়ের দ্বারে এসে । সেই মোহ-মন্ত্র গানে কবির গভীর প্রাণে জেগে ওঠে বিরহী ভাবনা, ছাড়ি’ অন্তঃপুরবাসে সলজভ চরণে আসে মূৰ্ত্তিমতী মৰ্ম্মের কামনা । অন্তরে বাহিরে সেই ব্যাকুলিত মিলনেই কবির একান্ত স্থখোচ্ছাস । সেই আনন্দ-মুহূৰ্ত্তগুলি তব করে দিলু তুলি’ সর্ববশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ । ৩• বৈশাখ, ১৮৯০ | >brミ