পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভু द्वन কে আমারে যেন এনেছে ডাকিয়া, এসেছি ভুলে’ । তবু একবার চাও মুখপানে নয়ন তুলে’ ! দেখি, ও নয়নে নিমেষের তরে সেদিনের ছায় পড়ে কি না পড়ে, সজল আবেগে আঁখিপাত দুটি পড়ে কি ঢুলে ! ক্ষণেকের তরে ভুল ভাঙায়ে না, এসেছি ভুলে । বেল কুড়ি তৃটি করে ফুটি-ফুটি আধর খোলা । মনে পড়ে গেল সেকালের সেই কুহুম তোলা । সেই শুকতারা সেই চোখে চায়, বাতাস কাহারে খুজিয়া বেড়ায়, উষা না ফুটিতে হাসি ফুটে তা’র গগন-মূলে ; সেদিন যে গেছে ভুলে গেছি, তাই এসেছি ভুলে’ । ^ Hrvులి