এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভুলে এমন করিয়া কেমনে কাটিবে মাধবী রাতি ? দখিণে বাতাসে কেহ নেই পাশে সাথের সার্থী ! চারিদিক হ’তে বাশি শোনা যায়, সুখে আছে যারা তা’র গান গায় ; আকুল বাতাসে, মদির স্বাসে, বিকচ ফুলে, এখনো কি কেঁদে চাহিবে না কেউ, আসলে ভুলে’ ? বৈশাখ, ১৮৮৭ ৷