পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল শুষ্ক-স্মৃতি কেন মিছে রেখে তবে গেল পিছে, শুষ্ক শাখা শুস্ক ফুলদল । সে কি চায় শুষ্ক বনে গাহিবে বিহঙ্গগণে আগে তা’র গাহিত যেমন ? আগেকার মত করে? স্নেহে তা’র নাম ধরে* উচ্ছসিবে বসন্তপবন ? নহে নহে, সে কি হয় ! ংসার জীবনময়, নাহি হেথা মরণের স্থান । আয়রে, নূতন, আয়, সঙ্গে করে নিয়ে তায়, তোর শুখ, তোর হাসি গান । ফোটা” নব ফুলচয়, ওঠা’ নব কিশলয়, নবীন বসন্ত আয় নিয়ে । যে যায় সে চলে যাক, সব তা’র নিয়ে যাক, নাম তা’র যাক মুছে দিয়ে। এ কি ঢেউ-খেলা হয়, এক আসে আর যায়, কাদিতে কঁাদিতে আসে হাসি বিলাপের শেষ তান না হইতে অবসান কোথা হ’তে বেজে ওঠে বঁাশি । আয়রে কাদিয়া লই, শুকাবে দুদিন বই এ পবিত্র অশ্রবারিধারা । সংসারে ফিরিব ভূলি’, ছোট ছোট স্থখগুলি রচি” দিবে আনন্দের কারা । فسو{