পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরহানন্দ ছিলাম নিশিদিন আশাঙ্গন প্রবাসা, বিরহ-তপোবনে আনমনে উদাসী । আঁধারে আলো মিশে দিশে দিশে খেলিত ; অটবা বায়ুবশে উঠিত সে উচ্চাসি’ কখনো ফুল দুট’ আঁখিপুট মেলিত, কখনো পাতা ঝরে পড়িতরে নিশাসি । তবু সে ছিনু ভালো আধাআলো আঁধারে, গহন শত-ফের বিষাদের মাঝারে । নয়নে কত ছায়া কত মায়া ভাসিত, উদাস বায় সে ত ডেকে যেত আমারে। ভাবনা কত সাজে হৃদি মাঝে আসিত, খেলাত অবিরত কত শত আকারে ! বিরহ-পরিপূত ছায়াযুত শয়নে, ঘুমের সাথে স্মৃতি আসে নিতি নয়নে । কপোত দুটি ডাকে বসি শাখে মধুরে, দিবস চলে যায় গলে’ যায় গগনে | ృbrసి