পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরশ লেগে উঠিবে জেগে হরষ-রস-কণকলি । মায়ণ-কারায় বিভোর প্রায় সকলি । দিলে সে খলি’ এ ঘোর ধূলি আবরণ । তাহার ক্ত তে তাথির পাতে জগত-জাগা জাগরণ । সে হাসিখানি আনিবে টনি ? সবার হাসি, গড়িবে গেহ, জাগাবে স্নেহ, জীবন রাশি । প্রকৃতিবধু চাহিবে মধু, পরিবে নব তা ভরণ । সে দিবে খুলি’ এ ঘোর ধূলি তাবরণ । পাগল করে দিবে সে মোরে চাহিয়া, হৃদয়ে এসে মধুর হেসে প্রাণের গান গাহিয়া । >ごし”