এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আত্মসমপণ আমি যেমনি করিয়া চাই, আমি যেমনি করিয়া গাই, বেদনবিলীন ওই হাসিমুখ সমান দেখিতে পাই । ওই রূপরাশি আপন; বিকাশি’ রয়েছে পূর্ণ গৌরবে ভাসি’, তামির ভিখার প্রাণের বাসন কোথায় ন; পায় ঠাই । শুধু ফুটন্ত ফুল মাঝে দেবি, তোমার চরণ সাজে । অভাব-কঠিন মলিন মদ্ভা কোমল চরণে বাজে । জেনে শুনে তবু কি ভ্ৰমে ভুলিয়া, আপনারে আমি এনেছি তুলিয়, বাহিরে অসিয়; দরিদ্র আশা লুকাতে চাহিছে লাজে । তবু থাক পড়ে’ ওইখানে, চেয়ে তোমার চরণ পানে । য।’ দিয়েছি তাহা গেছে চিরকাল আর ফিরিবে না প্রাণে । S. o S