পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিস্ফল কামন৷ বৃথা এ ক্ৰন্দন ! বৃথা এ অনল-ভর। তুরন্ত বাসন ! রবি অস্ত যায় । অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো । সন্ধ্যা নত-তৰ্মখি ধারে আসে দিবার পশ্চাতে । বহে কি না বহে বিদায়-বিষাদ-শ্রান্ত সন্ধ্যার বাতাস । দুটি হাতে হাত দিয়ে ক্ষুধান্ত নয়নে চেয়ে আছি দুটি আঁখি মাঝে । খুজিতেছি, কোথা তুমি, কোথা তুমি ! যে অমৃত লুকানো তোমায়, সে কোথায় ! অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কঁপিছে যেমন স্বগের আলোকময় রহস্য অসীম, ミcこ)