পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতি সযতনে, অতি সঙ্গোপনে, সুখে দুঃখে, নিশীথে দিবসে বিপদে সম্পদে জীবনে মরণে, শত ঋতু-ত্যাবর্তনে বিশ্ব জগতের তরে ঈশ্বরের তরে শতদল উঠিতেছে ফুটি ; সুতীক্ষ বাসনা-ছুরি দিয়ে তুমি তাহ চাও ছিড়ে নিতে ? লও তা’র মধুর সৌরভ, o দেখ তা’র সৌন্দৰ্য্য-বিকাশ মধু তার কর তুমি পান 2 ভালবাস’, প্রেমে হ ও বলী চেয়ে না তাহারে । আকাঙক্ষ শঙক্ষার ধন নহে তাত্মা মানবের । f tান্ত সন্ধ্যা, স্তব্ধ কোলাহল । নবা ও বাসনাবহি নয়নের নীরে চল ধীরে ঘরে ফিরে যাই ! ১৩ই অগ্রহায়ণ, ১৮৮৭ ৷ ૨. එ \ご