বিচ্ছেদের শান্তি
তুমি ত আপনা হ’তে এসেছ বিদায় ল’তে—
সেই ভালো, তবে তুমি যাও। যে প্রেমেতে এত ভয় এত দুঃখ লেগে রয় সে বন্ধন তুমি ছিঁড়ে দাও।
আমি রহি এক ধারে, তুমি যাও পরপারে, মাঝখানে বহুক বিস্মৃতি— একেবারে ভুলে যেয়ো, শত গুণে ভালো সেও, ভালো নয় প্রেমের বিকৃতি। কে বলে যায় না ভোলা! মরণের দ্বার খোলা, সকলেরই আছে সমাপন। নিবে যায় দাবানল, শুকায় সমুদ্রজল, থেমে যায় ঝটিকার রণ। থাকে শুধু মহা শান্তি, মৃত্যুর শ্যামল কান্তি, জীবনের অনন্ত নির্ঝর— শত সুখ দুঃখ দ’লে কালচক্র যায় চলে, রেখা পড়ে যুগ-যুগান্তর।
যেখানে যে এসে পড়ে, আপনার কাজ করে, সহস্র জীবন-মাঝে মিশে, কত যায় কত থাকে, কত ভোলে কত রাখে, চলে যায় বিষাদে হরিষে।