এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী তুমি আমি যাব দূরে, তবুও জগৎ ঘুরে, চন্দ্র সূৰ্য্য জাগে অবিরল, থাকে সুখ দুঃখ লাজ, থাকে শত শত কাজ, এ জীবন হয় না নিস্ফল । মিছে কেন কাটে কাল, ছিড়ে দাও স্বপ্নজাল, চেতনার বেদন জাগাও,— নূতন আশ্রয় ঠাই দেখি পাই কিনা পাই,— সেই ভালো তবে তুমি যাও ! ১৪ই আগ্রহায়ণ, ১৮৮৭ ৷ ミ>ミ