এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তবু তবু মনে রেখো, যদি দূরে যাই চলি’, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে তাসে দুরস্মত কাহিনী কেবলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে । তবু মনে রেখো, যদি বড় কাছে থাকি, নুতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদভরে কাটে সন্ধ্যা বেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে মায় খেলা । তবু মনে রেখে, যদি মনে পড়ে আর তাখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রদ্ধার । ১৫ই অগ্রহায়ণ, ১৮৮৭ གངྒེ་ X WS)