এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আকাজক্ষা আৰ্দ্ৰ তীব্র পূর্বব বায়ু বহিতেছে বেগে, ঢেকেছে উদয়পথ ঘননীল মেঘে । দূরে গঙ্গা, নৌকা নাই, বালু উড়ে যায়, বসে’ বসে’ ভাবিতেছি তাজি কে কোথায় । শুস্ক পাতা উড়ে পড়ে জনহীন পথে, বনের উতল রোল আসে দূর হতে । নীরব প্রভাত পাখী, কম্পিত কুলায়, মনে জাগিতেছে সদা, আজি সে কোথায় । কতকাল ছিল কাছে, বলিনি ত কিছু, দিবস চলিয়া গেছে দিবসের পিছু । কত হাস্য পরিহাস, বাক্যহানাহানি, তা’র মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী । মনে হয় আজ যদি পাইতাম কাছে, বলিতাম হৃদয়ের যত কথা আছে । বচনে পড়িত নীল জলদের ছায়, ধবনিতে ধবনিত’ আৰ্দ্ৰ উতরোল বায় । ご > a «DP