পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতি শত শত প্রেমপাশে টানিয়া হৃদয় এ কি খেলা তোর ? ক্ষুদ্র এ কোমল প্রাণ, ইহারে বধিতে কেন এত ডেরি ? ঘুরে ফিরে’ পলে পলে ভালবাস। নিস চলে, ভালে না বাসিতে চাস হরি মনচের । হৃদয় কোথায় তোর খুজিয়া বেড়াই, এত ফুল, এত তালো, এত গন্ধ গান, কোথায় পিরাতি । তাপন রূপের রাশে আপনি লুকায়ে হাসে, আমরা বণদিয়া মরি এ কেমন রাতি ।