পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতি কোথাও বা বসে আছ চির-একাকিনী, চির-মেীন-ব্ৰতা । চারিদিকে সুকঠিন তৃণতরুষ্ঠান মরু-নির্জনতা । রবি শশী শিরোপর উঠে যুগ যুগান্তর, চেয়ে শুধু চলে যায়, নাহি কয় কথা । কোথা ও বা খেলা কর বালিকার মত উড়ে কেশ-বেশ ; হাসিরাশি উচ্ছ,সিত, উৎসের মতন, নাহি লজ্জা-লেশ । রাখিতে পারে না প্রাণ আপনার পরিমাণ, এত কথা এত গান নাহি তার শেষ । কখনো বা হিংসাদীপ্ত উন্মাদ নয়ন নিমেষ-নিহত, অনাথ ধরার বক্ষে অগ্নি-অভিশাপ হানে অবিরত । ૨૨ G: