পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘনচ্ছায়া আম্রকুঞ্জ উত্তরের তীরে, যেন তা’র সত্য নহে, স্মৃতি-উপবন । তীর, তরু, গৃহ, পথ, জ্যোৎস্নাপটে চিত্রবৎ ; পড়িয়াছে নীলাকাশনীরে দূর মায়া-জগতের ছায়ার মতন। স্বপ্নাকুল আঁখি মুদি ভাবিতেছি মনে,— রাজহংস ভেসে যায় অপর আকাশে দীর্ঘ শুভ্ৰ পাখা খুলি’ চন্দ্রালোক পানে তুলি ; পৃষ্ঠে আমি কোমল শয়নে ; স্তখের মরণসম ঘুমঘোর আসে । যেনরে প্রহর নাই, নাইক প্রহরা, এ যেনরে দিবা-হারা অনন্ত নিশীথ । নিখিল নিৰ্জ্জন, স্তব্ধ, শুধু শুনি জলশব্দ কলকল, কল্লোল-লহরা ; নিদ্রা-পরাবার যেন স্বপ্ন-চঞ্চলিত । কত যুগ চলে যায় নাহি পাই দিশা ; বিশ্ব নিবু-নিবু, যেন দীপ তৈলঙ্গান ; গ্রাসিয়া আকাশ-কায়া ক্রমে পড়ে মহাছায়া ; নতশিরে বিশ্বব্যাপী নিশা গণিতেছে মৃত্যু-পল এক দুই তিন । ミミ、セー